জরিমানা করতে গেলে পুর কর্মিদের ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের
প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান, জরিমানা করতে গেলে পুর কর্মিদের ঘিরে বিক্ষোভ, ঘটনায় উত্তেজনা ছড়ায় চুঁচুড়া মল্লিক কাশেম হাটে।
খবর পেয়ে পৌঁছায় পুলিশ। ব্যবসায়ীরা পুলিশকেও ঘিরে ধরে অভিযোগ জানাতে থাকে। ব্যবসায়ীরা প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলে পাঁচশো টাকা করে জরিমানা করা হচ্ছে হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে। তা নিয়ে আপত্তি করেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ জরিমানা করে যে রসিদ দেওয়া হচ্ছে তাও নকল।পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে গত এক মাস ধরে প্রচার করা হয়েছে। এর পরেও যারা শুনছে না তাদের জরিমানা করা হচ্ছে।আজ পুর কর্মিরা ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযানে গেলে তাদের হেনস্থা করা হয় বলে পুর কতৃপক্ষের অভিযোগ।