জলপাইগুড়িতে চিতা বাঘের আতঙ্ক
জলপাইগুড়ি শহর সংলগ্ন শোভাভিটা গ্রামে চিতাবাঘের আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে মাঠের মধ্যে বিশালাকৃতি একটি চিতাবাঘ কে ছাগল খেতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । মানুষ জন দেখে পালিয়ে স্থানীয় একটি চা বাগানে গিয়ে লুকিয়ে পড়ে চিতাবাঘ টি।গ্রামবাসীদের অভিযোগ গত এক মাসের বেশি সময় ধরে গ্রামে ঘোরাঘুরি করছে একটি চিতাবাঘ। বন দফতর কে জানালে খাচা পেতে রেখে চলে গেছেন বন কর্মীরা। কিন্তু চিতাবাঘ ধরার জন্য কোনও পদক্ষেপ নেননি তারা।
