জলপাইগুড়িতে জলমগ্ন এলাকা পরিদর্শন করে শুকনো খাবার বিলি করল পুলিশ
কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে সমগ্র জলপাইগুড়ি জেলা জুড়ে। অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি পুরসভার ১৫ নং ওয়ার্ডের গোবিন্দ পল্লীর বিস্তীর্ণ এলাকা। রাস্তার উপর বইছে হাঁটু জল, প্রতিটি বাড়িতেই জল থৈ থৈ অবস্থা। রীতিমতো জলবন্দি অবস্থায় চরম অসুবিধায় রয়েছে প্রায় ৫০০ জন মানুষ। বাসিন্দাদের অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার জন্য প্রতিবছর বর্ষা এলেই ভোগান্তির শিকার হন তারা। মঙ্গলবার বিকেলে জলমগ্ন বাড়িগুলি পরিদর্শনে যান জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।এছাড়াও এদিন উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া, ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা ,ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ অন্যান্য পুলিশকর্মীরা। পুলিশের তরফে জলমগ্ন পরিবারগুলির হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। এদিন ৩৫ টি পরিবারকে শুকনো খাবার বিলি করেন পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকরা। জলমগ্ন এলাকা পরিদর্শন করে পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, এলাকায় জল জমে থাকায় মানুষ অসুবিধার মধ্যে আছে। কিছু শুকনো খাবার তাদের দেওয়া হল। বিষয়টি জেলাশাসকে জানাবেন তিনি । পুলিশের কাছ থেকে সহযোগিতা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা,তারা চাইছেন এই জল যন্ত্রণার স্থায়ী সমাধান হোক।