জলপাইগুড়িতে দশটি লরি সহ দশটি হাতি আটক করল বনদপ্তর।

জলপাইগুড়িতে দশটি লরি সহ দশটি হাতি আটক করল বনদপ্তর।

জলপাইগুড়ি তিস্তা সেতুর কাছে মঙ্গলবার দশটি লরি সহ দশটি হাতি আটক করল বন দপ্তরের কর্মীরা । যার মধ্যে সাতটি পুরুষ এবং তিনটি মহিলা হাতি রয়েছে। জানা গিয়েছে, দশটি লরিতে করে হাতিগুলি অরুনাচল প্রদেশ থেকে গুজরাটের জাম নগরের রাধা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন কাগজপত্র খতিয়ে দেখতে লরি গুলিকে আটক করেন বন কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জলপাইগুড়ি বন বিভাগের ভারপ্রাপ্ত বনাধিকারিক বিকাশ ভি। গরুমারা জাতীয় উদ্যান থেকে পশু চিকিৎসক এসে হাতি গুলোর স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি কানে লাগানো মাইক্রোচিপ পরীক্ষা করে দেখেন বন কর্মীরা। বনাধিকারিক বিকাশ ভি জানান, অরুনাচল প্রদেশ থেকে গুজরাটের জাম নগরের রাধা টেম্পলে হাতি গুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলি দান করা হয়েছে। এদের কাগজপত্র ও মাইক্রো চিপ পরীক্ষা করা হয়েছে। কোনও অসঙ্গতি ধরা না পড়ায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + eight =