বন্য শূকরের সঙ্গে লড়াইয়ে বেঘোরে প্রাণ গেল চিতাবাঘের।সোমবার জলপাইগুড়ির বানারহাট ব্লকের নাথুয়া জঙ্গল থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের পর এমনটাই অনুমান করেছে বনকর্মীরা।ঘটনাস্থলে প্রচুর সংখ্যায় শূকরের পায়ের ছাপ ও রক্ত দেখা যায়।এতেই অনুমান, শূকর শিকার করতে গিয়ে চিতাবাঘটির মৃত্যু হয়েছে।ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে বনকর্মীরা।তারপরই মৃত্যুর কারণ নিশ্চিত বলা সম্ভব হবে।বনদপ্তর সূত্রে খবর,উদ্ধার হাওয়া পুরুষ চিতাবাঘটির পেছনের একটি পায়ের হাটুর নীচের অংশ নেই। ওই অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে জঙ্গলে ঘুরে বেড়াত।ওই দুর্বলতার কারণে শূকরের সঙ্গে লড়াইয়ে প্রাণ গিয়েছে বলেও দাবী করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 5 =