জলপাইগুড়ির তিস্তা নদীতে আচমকা জলস্ফীতিতে বন্যা দুর্গত বহু মানুষ।

জলপাইগুড়ির তিস্তা নদীতে আচমকা জলস্ফীতিতে বন্যা দুর্গত বহু মানুষ।

লাগাতার বৃষ্টিতে বন‍্যা পরিস্থিতি বিভিন্ন এলাকায়।পরিস্থিতি সরজমিনে তদন্ত করতে তিস্তা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় টিম নিয়ে রাতভর ঘুরে দেখলেন পুলিশ সুপার।জলপাইগুড়ির তিস্তা ব্রিজ সংলগ্ন বিবেকানন্দ পল্লীতে হাজার চারেক মানুষ বসবাস করেন।সেই এলাকায় তিস্তার জল ঢুকছে এমন খবর পেয়ে রাতেই দল নিয়ে পৌঁছে যান পুলিশ সুপার দেবর্ষি দত্ত। পরিস্থিতি ক্ষতিয়ে দেখেন তিনি। এরপর স্থানীয় বাসিন্দাদের সাথে বাঁধ মেরামতে হাত লাগায় পুলিশ।এদিন রাতে বিবেকানন্দ পল্লী এলাকায় উপস্থিত ছিলেন ডি এস পি হেডকোয়ার্টার সমীর পাল ও আই সি কোতোয়ালি অর্ঘ্য সরকার।স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার।
অপরদিকে তিস্তার মৌয়ামারি চড়ে প্রায় দুই শতাধিক পরিবার আটকে রয়েছে। খবর পেয়ে রাতেই সেখানে ছুটে যায় পুলিশ বাহিনী। তাদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেয় পুলিশ।অপরদিকে জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন,জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে এন ডি আর এফ টিম। তাদের মাধ্যমে কিছু এলাকায় পানীয় জল পাঠানো হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 4 =