জলপাইগুড়ি জেলা জুড়ে তৃণমূলের সাংগঠনিক রদবদল
সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের শহর এবং গ্রামীণ এলাকায় সাংগঠনিক ব্যাপক রদবদল করল তৃণমূল কংগ্রেস।শনিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের তরফে জলপাইগুড়ি জেলার নতুন শহর ও গ্রামীণ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। জলপাইগুড়ি জেলার ১০ টি ব্লকের শহর ও গ্রামীণ ব্লকের তৃণমূল কংগ্রেস , তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূলের মহিলা সংগঠন ও শ্রমিক সংগঠনের সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বাদ পড়েছেন অনেক পুরনো নেতা,এমনকি অনেক ব্লক ব্লক সভাপতিকে অপসারণ করা হয়েছে। সেই জায়গায় সভাপতিদের তালিকায় স্থান পেয়েছেন অনেক নতুন মুখ। উত্তরবঙ্গে বিজেপির উত্থান প্রসঙ্গে গত ১২ই জুলাই ধূপগুড়ির সভা মঞ্চ থেকে দলীয় নেতৃত্বদের প্রতি আস্থা হারিয়ে নেতাদের রীতিমত ধমক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ছয় মাসের মধ্যেই দলকে নতুন রূপে সাজিয়ে তোলা হবে। তার ঘোষণার এক মাসের মধ্যেই নতুন করে সাংগঠনিক রদ বদল করল তৃণমূল কংগ্রেস। দলকে শক্তিশালী করতে এবং হারানো জমি পুনরুদ্ধারে এই নতুন কমিটি সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দলীয় কর্মীদের মনোবল বাড়াবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস।