জলপাইগুড়িতে এক ব্যক্তিকে গণপিটুনি।

জলপাইগুড়িতে এক ব্যক্তিকে গণপিটুনি।

শীতের ভোরে কুয়াশায় আচ্ছন্ন এলাকা, আর সেই সুযোগেই এক মহিলার ঘরের ভেতর ঢুকে পড়লো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। আর তাতেই উত্তেজনা ছড়ালো এলাকায়।মহিলা চিৎকার করায় সেই ব্যক্তি কে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা, এর পর দড়ি দিয়ে বেঁধে চলে বেধড়ক মারধর। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ড মহাকাল পাড়া এলাকায়। রীতিমতো ভাইস-চেয়ারম্যানের ওয়ার্ডে এই ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে।

অভিযোগকারী মহিলা ইন্দু দেবীপ্রসাদ বলেন ভোরবেলা তিনি বাইরে বেরিয়ে ছিলেন আর সেই সময় তাঁর পিছনে পিছনে ওই ব্যক্তি ধাওয়া করে আচমকাই ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় এরপর তার গলা চেপে ধরে।তার সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু করেন। কিন্তু কোনো রকমে সেই ঘর খুলে বাইরে বেরিয়ে চিৎকার করলে আশেপাশের প্রতিবেশীর কাছে ছুটে আসে এবং অভিযুক্ত ব্যক্তি কে ধরে ফেলে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই যুবককে উদ্ধার করে।পুলিশ সূত্রে খবর ওই যুবক মানসিক ভারসাম্যহীন।তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =