জলপাইগুড়িতে গ্রুপ ডি নিয়োগে ৫ জনের নামের সুপারিশ!অনন্তদেবের বিস্ফোরক শিকার উক্তি

 

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তৎকালীন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারীর লেটারহেড উদ্ধার করে ইডি।ইডি সূত্রে খবর সেই লেটার হেডে তৎকালীন বিধায়ক তথা ময়নাগুড়ি পৌরসভার বর্তমান চেয়ারম্যান অনন্তদেব অধিকারী এসএসসি গ্রুপ ডি নিয়োগের জন্য ৫ জনের নামের তালিকা পাঠিয়ে ছিলেন।বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজ নৈতিক মহলে।তবে বিষয়টি সম্পর্কে প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারীর বিস্ফোরক দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নামের তালিকা চেয়ে পাঠিয়েছিলেন এই কারনে তিনি ২০১৬ সালে এসএসসি-র মাধ্যমে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের জন্য নিজের বিধায়কের লেটার-হেডে পাঁচ জনের নাম দিয়েছিলেন।কিন্তু তার আক্ষেপ যাদের নাম পাঠিয়েছিলেন, তাদের কেউই নিয়োগ হয়নি।এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে অনন্তদেবের নাম জড়াতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। নিয়োগ দুর্নীতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =