জলপাইগুড়িতে প্লাস্টিক ও পলিথিনের গুদামে ভয়াবহ আগুন।

জলপাইগুড়িতে প্লাস্টিক ও পলিথিনের গুদামে ভয়াবহ আগুন।

বুধবার গভীর রাতে জলপাইগুড়ির একটি প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ায়।স্থানীয় যুবকরা আগুন দেখা মাত্রই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে দমকলকে খবর দেওয়া হয়।দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পরে অনেকটাই।এরপর পাম্প বসিয়ে পাশেই করলা নদী থেকে জল তুলে কয়েক ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।ঘন জনবসতি এলাকায় কিভাবে পলিথিন, প্লাস্টিক ও থার্মোকলের মত বেআইনি গুদাম করা হচ্ছে। প্রশাসন কেন এই বিষয়ে উদাসীন এই নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয়রা। আগামীতে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − thirteen =