বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার “চা ভ্রমণ” প্রকল্পের সূচনা করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। এখন থেকে অনায়াসে ডুয়ার্সের চা বাগান ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা।এদিন চা-ভ্রমণ প্রকল্পের সূচনা করলেন জলপাইগুড়ি জেলার জেলাশাসক মৌমিতা গোদারা বসু। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে প্রথমদিন দিন ভ্রমণ সঙ্গী হলেন হোমের আবাসিকরা। চা বাগানের পাশাপাশি ডুয়ার্সের জঙ্গল এবং অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। জলপাইগুড়ি থেকে পর্যটকদের নিয়ে রওনা দেবে উত্তরবঙ্গ পরিবার সংস্থার বাস। জলপাইগুড়ি থেকে বৈকন্ঠপুর রাজবাড়ি হয়ে লাটাগুড়ি জঙ্গল হয়ে বড়দিঘি,টিলাবাড়ি চা বাগান সহ একাধিক চা বাগানে ভ্রমণের সুযোগ থাকছে পর্যটকদের জন্য। চা পাতা তোলা, চা পাতা তৈরির প্রক্রিয়া দেখার সুযোগ পাবেন পর্যটকেরা।ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব ব্যবস্থা থাকবে প্যাকেজে। পুজোর ছুটিতে পর্যটকদের কাছে চা ভ্রমণ অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী জলপাইগুড়ি জেলা প্রশাসন।