বড়দিন উপলক্ষে জলপাইগুড়িতে নীলাম হবে বিশ্বকাপ!শুনতে অবিশ্বাস লাগলেও সত্যি।ফুটবল বিশ্বকাপের আদলে কেক তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে জলপাইগুড়ি বাবুপাড়ার একটি বেকারি।কেক তৈরির প্রস্তুতি প্রায় শেষ।এখন শুধুই অপেক্ষা নিলামের।নীলাম হবে বিশ্বকাপ!শুনতে অবিশ্বাস লাগলেও সত্যি,ক্রিসমাসের সন্ধ্যায় এই বিশ্বকাপ উঠবে নীলামে।ফ্রুট কেকটির দাম রাখা হয়েছে ১০ হাজার টাকা,এমনটাই জানিয়েছেন সংস্থার কর্নধার রঞ্জনা সাহা। জানা গিয়েছে, প্রায় প্রতিবছর ক্রেতাদের মন জয় করতে নিত্য নতুন ভাবনায় কেক তৈরি করে এই বেকারি। এবছরও তার ব্যতিক্রম নয়। তাই সদ্য হয়ে যাওয়া ফুটবল বিশ্বকাপের আদলে তৈরি করা হয়েছে কেক। কেক কেনার পাশাপাশি নিলামে ওঠার আগেই এই বিশ্বকাপ দেখতে দোকানে যথেষ্ট ভিড় হবে তা অপেক্ষা রাখে না। বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরেছে আর্জেন্টিনা আর জলপাইগুড়ির এই বিশ্বকাপ নিয়ে কোন ক্রেতা ঘরে ফেরে এখন সেটাই দেখার অপেক্ষা।