জলপাইগুড়িতে মাস্ক ছাড়া রাস্তায় বেড়লেই করানো হচ্ছে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট৷

জলপাইগুড়িতে মাস্ক ছাড়া রাস্তায় বেড়লেই করানো হচ্ছে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট৷

করোনার বাড়বাড়ন্ত রুখতে তৎপর জলপাইগুড়ি জেলা প্রশাসন।মাস্ক বিহীন মানুষদের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা প্রাশাসনের পক্ষ থেকে এই কঠর পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া অঞ্চলের পান্ডাপাড়া এলাকায় রাস্তার পাশেই এন্টিজেন টেস্ট সেন্টার খোলা হয়। বাজারে যারা মাস্ক ছাড়া বেড়িয়েছে তাদের আটক করে র‍্যাপিড টেস্ট করানো হয়।জলপাইগুড়ি -হলদিবাড়ি রুটে বাস থামিয়ে মাস্কহীন যাত্রীদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে দেখা যায় প্রশাসনকে। তবুও মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে সেই ছবি ধরা পড়েছে সর্বত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − five =