জলপাইগুড়ি জেলায় চুরির কয়েকমাস বাদে পুলিশি তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালংকার, গ্রেপ্তার ৩

চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেলো ময়নাগুড়ি থানার পুলিশ। চুরি যাওয়া অলঙ্কার সহ তিন চোরকে গ্রেপ্তার করল পুলিশ। জানাগেছে, গত কয়েকমাস আগে ময়নাগুড়ির দেবীনগর এলাকার গ্যাসের ডিস্ট্রিবিউটারের বাড়ি থেকে ভরদুপুর বেলায় চুরি হয়ে গিয়েছিল প্রচুর সোনার অলঙ্কার। সেই সময় সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল মুখে মাস্ক পরা অবস্থায় এক যুবককে চুরি করার উদ্দেশ্যে বাড়িতে ঢুকতে। পরবর্তীতে একই কায়দায় ময়নাগুড়িতেই চুরি করতে গিয়ে ধরা পড়ে এক চোর। সেই সময় ধৃত চোরকে গণ প্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। পুলিশ দেখতে পায় এর আগে গ্যাসের ডিস্ট্রিবিউটার এর বাড়িতে চুরি হয়েছিল তার সাথে এর মিল রয়েছে। এরপরই ধৃতকে হেফাজতে নিয়ে শুরু হয় পুলিশি জিজ্ঞাসাবাদ। পুলিশি জেরায় ধৃত চোর স্বীকার করে নেয় সেই ডিস্ট্রিবিউটরের বাড়িতে চুরি করেছিল। তার কাছ থেকে পুলিশ জানতে পারে চুরির ঘটনায় যুক্ত আরও দুজনের নাম। মঙ্গলবার দুপুরে পুলিশ কমল রায় ও ঋষিকেশ নামে দুজনকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় বেশকিছু সোনার অলংকার। বুধবার ধৃতদের পাঠানো হবে জলপাইগুড়ি জেলা আদালতে। পুলিশের এই সাফল্যে খুশি ময়নাগুড়িবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + eight =