জলপাইগুড়ি শহরে করোনায় মৃত্যু ১

রবিবার নতুন করে জলপাইগুড়ি শহরে মোট ১৬ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন । প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এই কয়েক দিনে আক্রান্তের সংখ্যা দাড়াল ১৭৪ জন। ইতিমধ্যে পুর কর্তৃপক্ষ শহরবাসীকে সচেতন করার জন্য বিভিন্ন ব্যানার পোষ্টারের পাশাপাশি মাইকিং করে একাধিক বার সচেতন করে। কিন্তু তারপরেও শহরবাসীর মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গিয়েছে। এদিকে নতুন করে এদিন করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় শহরে। উল্লেখ গতকাল শনিবারও শহর সংলগ্ন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যায় একজন। চলতি মাসে করোনায় মৃত হল দুই জনের। ক্রমশ শহরে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে চিন্তার বিষয়। এবিষয়ে শহরবাসীকে সর্তক থাকার বার্তা দিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চাট‍্যাোর্জী তিনি বলেন, সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিয়মিত হাত স্যানিটাইজ অথবা সাবান দিয়ে ঘন ঘন হাত ধুয়ে নিন। সামাজিক দ্রুত্ব বজায় রাখুন।এবং নিয় মিত মাক্স পড়ুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 13 =