গঙ্গা-ফুলহরের জোড়া হামলায় ফালাফালা মালদহের রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি পঞ্চায়েতের অন্তত ২০টি গ্রাম৷ ওই সমস্ত গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ পানীয় জলের হাহাকার গ্রামগুলিতে৷ সবচেয়ে বড় অভাব দেখা দিয়েছে গোখাদ্যের৷ এখনও পর্যন্ত সরকারি ত্রাণ পাননি কোনও বন্যা দুর্গত৷ সেকথা স্বীকার করেছেন মহানন্দটোলা পঞ্চায়েতের প্রধানও। গত এক সপ্তাহ ধরেই বাড়ছে গঙ্গা আর ফুলহরের জলস্তর৷ গঙ্গা রবিবারই চরম বিপদসীমা পেরিয়ে গিয়েছে৷ দুই নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এক সপ্তাহ আগেই জল ঢুকতে শুরু করেছিল অসংরক্ষিত এলাকাগুলিতে৷ গত দু’দিন ধরে প্রবল বেগে জল ঢুকছে ওই সমস্ত এলাকায়৷ বিলাইমারির রুহিমারি, গঙ্গারামটোলা, দ্বারকটোলা, শিসাবন্না, হাটপাড়া সহ ১০টি গ্রামে জল ঢুকেছে৷ মহানন্দটোলার সম্বলপুর, কোতুয়ালি, জিয়ারামটোলা, বঙ্কুটোলা, বোধনটোলা সহ ১০টি গ্রামও এখন জলের তলায়৷ শুধু কৃষিজমি কিংবা পাড়া নয়, জল ঢুকতে শুরু করেছে অনেক বাড়িতেও৷ সেসব বাড়ির লোকজন নিরাপদ জায়গায় সরে যেতে শুরু করেছেন৷ তবে এলাকা ছেড়ে কেউ ফ্লাড সেন্টারে যেতে নারাজ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =