জলের তলায় শিলিগুড়ির রাস্তা, ভোগান্তি সাধারণ মানুষের
রাত থেকে টানা বৃষ্টি উত্তরবঙ্গে যার জেরে শিলিগুড়ির একাধিক জায়গা জলমগ্ন।বিধান মার্কেট, হায়দারপাড়া, এস এফ রোড সহ শিলিগুড়ির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায়। যার জেরে মাথায় হাত বিধান মার্কেট ও হায়দারপাড়ার ব্যাবসায়ীদের। অপর দিকে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া দফতর তাদের দাবি আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টির সম্ভনা উত্তরবঙ্গে