জলে ডুবে মৃত্যু যুবতীর,বাড়ছে রহস্য! তদন্তে পুলিশ
জলে ডুবে এক যুবতীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মালদহের গাজোল ব্লকের মাঁঝরা অঞ্চলের জোতমনি এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবতীর নাম সোনালী চড়ে (২১), বাড়ি গাজোলের মাঁঝরা গ্রাম পঞ্চায়েতের পারুল গ্ৰামে। সে তার বান্ধবীর বাড়ি ঘুরতে এসেছিল এবং মঙ্গলবার পার্শ্ববর্তী একটি পুকুরে স্নান করতে গেলে সেখানেই জলে ডুবে যায় ওই যুবতী। তবে কি যুবতীর গ্রামে বাড়ি হওয়া সত্ত্বেও সাঁতার জানতো না! না এর পেছনে অন্য কোন কারণ রয়েছে এ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে? এরপরে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং দেখেন জলের মধ্যে ডুবে রয়েছে,তারা তড়িঘড়ি ও যুবতীকে উদ্ধার করেন এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে যুবতীকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
অন্যদিকে, যুবতীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ মৃত্যুর ঘটনা নিয়ে বাড়ছে রহস্য! ওই যুবতী সাঁতার জানা সত্ত্বেও কিভাবে জলে ডুবে মারা গেল। সত্যিই কি জলে ডুবে ছিল না এর পেছনে অন্য কেউ খুন করে পুকুরে জলে ফেলে দিয়েছে। তা কিন্তু ময়না তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত জানা যাবে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।