ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার লোলা বাগ এলাকায় জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম সুরেশ হালদার। পুরাতন মালদার বাস হাট এলাকায় আরো জানা গেছে যে ওই ব্যক্তি তিনি মাছ ধরার কাজ করতেন এবং প্রতিনিয়ত মাছ ধরতে বেরাতেন রাতে তবে বৃহস্পতিবার মাছ ধরে বাড়ি ফেরার কথা প্রতিদিনের মতো তবে আর ফেরা হলো না সকালে নদীতে ভেসে ওঠে তার মৃতদেহ। চঞ্চলা ছাড়ায় ওই এলাকায় এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।