জল্পেশ মন্দির সংলগ্ন জর্দা নদী থেকে পুণ্যার্থীর দেহ উদ্ধার

জল্পেশ মন্দির সংলগ্ন জর্দা নদী থেকে পুণ্যার্থীর দেহ উদ্ধার

জল্পেশ মন্দিরে যাওয়ার পথে ১০ পুন্যার্থীর মৃত্যুর পর ফের আরেক জন পুণ্যার্থীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। মঙ্গলবার জল্পেশ মন্দির সংলগ্ন জর্দা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয় । বুধবার সেই মৃতদেহ সনাক্ত করেছে মৃত যুবকের পরিবারের লোকজন। আসামের চিরাগ জেলার বাসিন্দা মৃত যুবকের নাম প্রসেনজিৎ রায় বয়স ১৯। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, আসামের চিরাগ জেলা থেকে রবিবার রাতে ৩৫ জনের পুণ্যার্থীর দল ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে আসে। পুজো দেওয়ার পর ভিড়ের কারনে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে সোমবার বাকি ৩৪ জন একসাথে হলেও বাকি একজনের খোঁজ পাওয়া যায়নি । দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না মেলায় ময়নাগুড়ি থানায় ওই যুবকের ছবি সহ একটি নিখোঁজ ডায়েরি করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পুণ্যার্থীরা।এদিন মৃতদেহের এক হাতে ব্রেসলেট এবং অন্য হাতে ট্যাটু দেখে মৃতদেহ সনাক্ত করেন মৃত যুবকের মামা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − eighteen =