শনিবার ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিন পালন করলো বিরাট কোহলি হেল্প ফাউন্ডেশন গ্রুপ ও হাওড়ার কোনা ট্রাফিক অফিস। দুই সংস্থার যৌথ উদ্যোগে সাঁতরাগাছি কোন ট্রাফিক অফিসে বিরাট কোহলির জন্ম দিবসে কেক কাটা হলো। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতরাগাছিতে বিরাট কোহলির সমর্থকরা শনিবার দিনে উপস্থিত হয়। উপস্থিত সমর্থকদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিরাট কোহলির চিত্র প্রদর্শনী আয়োজিত হয় শনিবারে।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাওড়া ডিসিপি ট্রাফিক অর্ণব বিশ্বাস জানান বিরাট কোহলি একজন জনপ্রিয় ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। আজ তাঁর জন্মদিনের দিন বিরাট কোহলি হেল্প ফাউন্ডেশন ও সাঁতরাগাছি কোনা ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের মাধ্যমে আজকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য তাঁরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। শনিবার দিন বহু সংখ্যায় বিরাট কোহলি সমর্থকরা সাঁতরাগাছিতে কেক কেটে তাঁদের উচ্ছাস প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + nineteen =