জানেন অলিম্পিকের পতাকায় কেন ওই ৫ টি রঙ ব‍্যবহৃত হয়?

জানেন অলিম্পিকের পতাকায় কেন ওই ৫ টি রঙ ব‍্যবহৃত হয়?

অলিম্পিক হলো বিশ্বের সবথেকে পুরোনো, বড় এবং সৌহার্দের প্রতিযোগিতা। বিশ্বের সেরা প্রতিযোগিতার কথা বলতেই মাথায় আসে অলিম্পিক গেমসের নাম।বিশ্বের সেরা গেমসগুলি দেখা যায় এই অলিম্পিক্সেই।আর এই বিশ্বসেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পৃথিবীর সেরা অ্যাথলিটরা।তবে জানেন কি এই অলিম্পিকের ইতিবৃত্তান্ত?অলিম্পিকের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অলিম্পিক মশাল, অলিম্পিক রিং এবং অলিম্পিকের পতাকা।এই পতাকার উপর থাকে ৫ টা রিং।আর এই পাঁচটা রিং আলাদা আলাদা রঙের।কখনও খেয়াল করে দেখেছেন, ওই রঙগুলো কী কী?এই রঙগুলো হল – নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ।কখনও ভেবে দেখেছেন, এই পাঁচটা রিঙের রঙ কেন শুধু এই পাঁচ রঙেরই?আর কেন ৫টা রিং ব‍্যবহৃত হল?আসলে অলিম্পিকের এই প্রতীকটির নকশা তৈরি করেছিলেন, আধুনিক অলিম্পিকের অন্যতম উদ্যোক্তা পিয়েরে দে কোবার্টিন।১৯১২ সালে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এই পাঁচটা রঙের রিং এঁকেছিলেন তিনি।এই ৫টি রিং এবং রঙের দুর্দান্ত ব‍্যাখ‍্যাও দিয়েছেন তিনি।ওই পাঁচটা রিং দিয়ে তিনি পাঁচটি মহাদেশ বোঝাতে চেয়েছিলেন।আর নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ এবং সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে তাঁর ব্যাখ্যাটাও দুর্দান্ত ছিল।তাঁর বক্তব্য অনুযায়ী, গোটা পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যাদের জাতীয় পতাকায় এই ছটি রঙের কোনও একটি রঙ অন্তত নেই।প্রতিটা রঙকে এক একটি মহাদেশের প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন তিনি।অলিম্পিক রিং-এ নীল রঙ মানে ইউরোপ মহাদেশের প্রতীক।রিং-এ হলুদ রঙ মানে এশিয়ার প্রতীক।কালো রঙ মানে আফ্রিকা মহাদেশের প্রতীক।লাল রং ওশিয়ানিয়া মহাদেশের প্রতীক।সবুজ রং এর প্রতীক আমেরিকা মহাদেশের।প্রসঙ্গত, এখানে উত্তর ও দক্ষিণ আমেরিকাকে আলাদা মহাদেশ হিসেবে দেখানো হয়নি।তাই পৃথিবীর সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতার প্রতীকটি যে সর্বেসর্বা হবে তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + eight =