জামাই ষষ্ঠীর সকালে এক ব্যাক্তির ঝুলন্ত মৃত দেহ উদ্ধার ।
জামাই ষষ্ঠীর সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে, এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম জয়ন্ত পাট্টাদার বয়স আনুমানিক ২৭ বছর এবং তার বাবার নাম নিখিল পাট্টাদার। এদিন ময়নাগুড়ি পদমতি-২ নং পঞ্চায়েতের হেলাপাকড়ি এলাকায়, শোয়ার ঘরে গামছার সঙ্গে ওই যুবকের দেহ ঝুলতে দেখেন বাড়ির লোকজন। এরপর খবর দেওয়া হলে, ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জানা গেছে, ওই ব্যক্তি বিবাহিত ও তার একটি চার মাসের পুত্র সন্তানও রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ।