শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এসএসসির দুই প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা অশোক সাহা এবং প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাদের আজ আলিপুরের স্পেশাল সিবিআই কোর্টে শুনানি ছিল। সেখানে দুই পক্ষের আইনজীবী দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সরগরম হয়ে ওঠে কোর্ট চত্বর। সিবিআইয়ের আইনজীবীরা আদালতের কাছে দাবি করে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় কে জেল হেফাজত দেওয়া হোক। সে ক্ষেত্রে জেলে গিয়ে সিবিআই এর ইনভেস্টিং অফিসার জিজ্ঞাসাবাদ করতে পারবে।দু’পক্ষের কথোপকথন শোনার পর মহামান্য আদালত স্থগিত রাখেন কিছুক্ষণের জন্য রায়দান। পুনরায় শুনানি শুরু হলে পরে মহামান্য বিচারপতি পাঁচই অক্টোবর পর্যন্ত জেল হেফাজত দিয়েছেন এই চারজনকে।