আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান দখলের অভিযোগ উঠল জামুরিয়া সিল্পতালুকের শ্যাম সেল কারখানার বিরুদ্ধে। আজ সকালে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের অভিযোগ তাদের সবচেয়ে বড় পরব ”বানদনা উৎসব ”। সেই উৎসবের সুযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষ প্রায় ৩০০ বছরের পুরাতন কবরস্থানে মাটি কেটে পাইপ লাইনের কাজ করছিল। তাছাড়াও কিছু কবরস্থান জুড়ে রাখা রয়েছে প্রচুর সংখ্যক পাইপ। যা তাদের আস্থার বিরুদ্ধ। এই কবরস্থান ৩০০ বছরের পুরনো কবরস্থান। আদিবাসীদের ‘বানদনা পরব’ চলাকালীন জামুরিয়া শিল্প তালুকের একটি কারখানা পাইপ লাইনের কাজ শুরু করে। এই কবরস্থান ধাসনা গ্রাম ,হুডডুবি গ্রাম এবং মহিষা বুড়িগ্রামের আদিবাসীদের। স্থানীয়রা জানান এর আগেও এই কবরস্থানে ওই কারখানাটি ছাই ফেলে দেয় এবং গ্রামবাসীরা প্রতিবাদ জানাতে এলে কারখানার পক্ষ থেকে পুলিশ এসে তাদেরকে ধমক দেয়। আদিবাসীদের অভিযোগ সে সময় পুলিশ জানায় এই জায়গা যদি আদিবাসীদের তাহলে তারা কাগজ দেখাক।
কারখানার আধিকারিক জানান, ”আদিবাসীদের কবরস্থান দখল করা হয়নি। ভুলবশত কিছু জলের পাইপ সেখানে রাখা হয়েছিল। দ্রুত সেগুলোকে সরিয়ে ফেলা হবে ”।