বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জামুরিয়ায় এক বেসরকারি কারখানার গেটের সামনে দাঁড়িয়ে হাতে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে আই এন টি টি ইউসি।আজ দুপুর বারোটা নাগাদ জামুড়িয়া শিল্প তালুকে শেখপুরে বেসরকারি কারখানা কেলেস্টারের গেটের সামনে হাতে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখতে থেকে আইএনটিটিইউসির নেতা কর্মীরা।আইএনটিটিইউসির নেতা নকুল রুইদাস জানান, এর আগে এইখানে আই এন টি টি ইউসির নেতৃত্ব দিতেন তারা সেরকম কোনো কাজ করেননি বা তাদের কথা এই কোম্পানি কোন কানেই দেয়নি ۔ বর্তমানে নতুন আই এন টি টি ইউসির নেতাকর্মীরা এসেছেন।
এও জানান, এই ফ্যাক্টরি নিজের মতে কাজ করে যান এবং প্রায় ৯০ শতাংশ কর্মী ভিন রাজ্য থেকে এনে কাজ করায় ,যারা এখানকার স্থানীয় বেকার যুবক আছে তাদেরকে কাজে নেওয়া হয় না ,এমনকি তাদের যে ডকুমেন্টস জমা দেয় সেগুলোও ছিড়ে ফেলে দেয় ,এছাড়াও যারা এই কারখানার কর্মী আছেন তাদের সঠিক বেতন দেওয়া হয় না ,অবিলম্বে তাদের সঠিক বেতন দিতে হবে। এইসব দাবিদাওয়া নিয়েই আজ ম্যানেজমেন্টর সাথে কথা বলেন তারা।