আবারো জামুরিয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে জামুড়িয়া থানার ৬ নং বাউরি পাড়ার ইয়ং স্টার ক্লাবে জুয়ার আসরে হানা দিয়ে নগদ ৩০১০০ টাকা,২০৮ পিস তাসের পাতা,৪ পিস পুরানো পেপার তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করে।পুলিশ দেখে বেশ কিছু জুয়ারি পালাতে সক্ষম হলেও দশজন জুয়ারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেফতার হওয়া জুয়ারিরা হল রণজিৎ মাহাতো,শাহবাজ আনসারি,বিনয় কুমার অগারয়াল,সন্তোষ চৌধুরী, মিরাজ আনসারি, উত্তম বাউরি,সনজ সিং,বিমল গুপ্তা,আজাদ মাহাতো ও পবন বর্মা। শুক্রবার পুলিশ তাদের আসানসোল জেলা আদালতে পেশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 7 =