৪২ টি চোরাই মোবাইল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ।একের পর এক সাফল্য জামুড়িয়া থানার পুলিশের।
গোপন সুত্রে খবর পেয়ে জামুড়িয়ার নিঘা এলাকার বাসিন্দা বছর চাব্বিশের বিকি কুমার নুনিয়াকে ৪২ টি চোরাই মোবাইল সহ গ্রেফতার করে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ।মঙ্গলবার শ্রীপুর ফাঁড়িতে এসিপি শ্রীমন্ত ব্যানার্জী এক সাংবাদিক বৈঠক করে একথা জানান।
তিনি জানান মোবাইল চোরের একটা পুরো গ্যাং কাজ করছে এক সাথে।তারা একসাথে ব্যান্ডেলের চুঁচুড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে আছে।সেখান থেকে তারা এলাকার বাস,ট্রেনসহ বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরি করে।এরপরে সেই চোরাই মোবাইল গুলি জামুড়িয়া থানার নিঘা এলাকায় নিয়ে এসে বিক্রি করে।বিকির মোবাইল নিয়ে আসার খবর শ্রীপুর ফাঁড়ির পুলিশের কাছে আসতেই তারা ততপর হয়ে ৪২ টি মোবাইলসহ বিকিকে গ্রেফতার করে।আজ তাকে আসানসোল আদালতে তোলা হবে।
সাংবাদিক বৈঠকে এসিপি ছাড়াও শ্রীপুর ফাঁড়ি আধিকারিক সেখ রিয়াজুদ্দিন,এ এস আই দেবাশিস দুবে,কাজল সাহা,মুকুল মন্ডল,অভয় মাজিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।