জালনোট সহ সামসেরগঞ্জে গ্রেপ্তার দুই।
বুধবার সন্ধ্যায় সামসেরগঞ্জ থানার ধূলিয়ান রোড থেকে এসটিএফ এবং সামসেরগঞ্জে থানার পুলিশের যৌথ তৎপরতায় গ্রেপ্তার করা হয়েছে ওই দুই অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোক্তার শেখ(৪০) এবং আব্দুল উকিল(২০)। উভয়েরই বাড়ি ঝাড়খন্ড রাজ্যের পাকুরে। বৃহস্পতিবারই ধৃতকে আদালতে পাঠানো হয়। উদ্ধার হওয়া জালনোট গুলো সবকটি দুই হাজারের নোট বলেই পুলিশ জানিয়েছে। জালনোট গুলো কাকে এবং কোথায় দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিলো, পাশাপাশি জালনোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে সামসেরগঞ্জ। থানার পুলিশ এবং এসটিএফ।