জালে নেই মাছ,জমিতে মাছ ধরার জালে আটকে অজগর
বর্ষা কালে মাছ ধরতে কৃষি জমির পাশে অনেকেই পেতে রাখেন মাছ ধরার জাল, সেই জালেই কিনা আটকে রয়েছে অজগর!দেখে চক্ষু চড়কগাছ এলাকাবাসীদের ।বুধবার সকালে আজগরটি দেখতে পাওয়া যায় জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে জহুরি তালমার কৃষকভিটা গ্রামে।
খবর পেয়ে আজগর সাপটিকে উদ্ধার করতে দ্রুত এলাকায় ছুটে যান গ্রীন জলপাইগুড়ি নামক স্বেচ্ছা সেবী সংগঠনের তিন সদস্যের একটি দল।মাছ ধরার জালে আটকে থাকা ওই আজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ছয় ফিট। স্বেচ্ছা সেবী সংগঠনের সম্পাদক অংকুর দাস জানান, জঙ্গলের বাস্তু তন্ত্র আজ অনেকটাই ক্ষতিগ্রস্ত, যার ফলে মাঝে মধ্যেই এমন দৃশ্য চোখে পরছে। অজগর সাপটিকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে এরপর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।