৩৯ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল জ়িম্বাবোয়ে। তবে মাদান্দে ও মায়ার্সের দুরন্ত লড়াইয়ে অনবদ্য প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছিলেন জ়িম্বাবোয়ে সমর্থকরা। শেষ ১০ ওভারে উঠল ৯৯ রান। তবে জয় আর এল না। তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs ZIM 3rd T20I) ২৩ রানে জ়িম্বাবোয়েকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। মায়ার্স অবশ্য দুরন্ত হাফসেঞ্চুরি করে নজর কাড়লেন। জ়িম্বাবোয়ে ১৫৯/৬ রানে নির্ধারিত ২০ ওভার শেষ করল। ভারতের হয়ে বল হাতে তিন উইকেট নিয়ে নজর কাড়লেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।
টিম ইন্ডিয়ার হয়ে গত ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন, এই ম্যাচেও বল হাতে নিয়েই নিজের প্রথম বলেই সাফল্য এনে দেন আবেশ খান। ওয়েসলি মাধিভেরেকে এক রানে আউট করেন তিনি। পরের ওভারেই আরেক ওপেনার মারুমানিকে ১৩ রানে ফেরান মুকেশ কুমারের বদলি হিসাবে সুযোগ পাওয়া খলিল আমেদ। ব্রায়ান বেনেটকে ফিরিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় সাফল্য পান আবেশ। সিকান্দার রাজ়া ও মায়ার্স জ়িম্বাবোয়ের হয়ে পাল্টা লড়াই চালানোর চেষ্টা করেন বটে। তবে সুন্দর বল হাতে তুলে নিতেই ফের জোড়া ধাক্কা।
একই ওভারে রাজ়াকে ১৫ ও জনাথন ক্যাম্বেলকে এক রানে আউট করেন সুন্দর। ৩৯ রানে আধা দল হারিয়ে কার্যত ধুঁকছিল জ়িম্বাবোয়ে। সকলেই মনে করছিলেন ভারতের জয় এবার শুধু সময়ের অপেক্ষা। তবে এখানেই ষষ্ঠ উইকেটে রুখে দাঁড়ান মাদান্দে ও মায়ার্স। জ়িম্বাবোয়ের হয়ে পাল্টা লড়াই চালান তাঁরা। ষষ্ঠ উইকেটে যোগ করেন ৭৭ রান। জ়িম্বাবোয়েকে জয়ের আশা জুগিয়েছিলেন তাঁরা। ৩৭ রানে মাদান্দেকে ফিরিয়ে সেই আশায় জল ঢেলে দেন সুন্দর।
মায়ার্স ৪৫ বলে নিজের বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন। ওয়েলিংটন মাসাকাদজ়া ১৮ রান করেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।