জীবনতলায় হদিশ অস্ত্র কারখানার, বড় সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ।

জীবনতলায় হদিশ অস্ত্র কারখানার, বড় সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ।

আবারও দক্ষিণ ২৪ পরগনা জেলায় মিললো বেআইনি অস্ত্র কারখানার হদিশ।বৃহস্পতিবার গভীর রাতে জীবনতলার দক্ষিণ হোমরার এক বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর বেআইনি অস্ত্র ও অস্ত্র তৈরি করার সামগ্রী উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ।পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই এখানে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল।এই এলাকা থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ও কলকাতার একাধিক জায়গায় অস্ত্র সরবরাহ করা হত ৷পুলিশ জানতে পারে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার দক্ষিণ হোমরায় একটি কামারশালা রয়েছে, যার মালিক গরানবেড়িয়ার পালপাড়ার বাসিন্দা তারক কর্মকার।তদন্তকারীরা গোপন সূত্রে খবর পায় ওই কামারশালার আড়ালে রমরমিয়ে চলছে অস্ত্র কারবার।সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছোয়।ওই কামারশালায় তল্লাশি চালিয়ে অস্ত্র কারখানার খোঁজ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 15 =