জীবনের নতুন মানে খুঁজে পেল পথশিশুরা।

জীবনের নতুন মানে খুঁজে পেল পথশিশুরা।

অনেকের চোখেই ওরা শুধুই পথশিশু, অনাথ।ওরা পায় না আর পাঁচটা বাচ্চার মতো ভালোবাসা। তাই শুক্রবারের শেষ বেলাটা ছিল ওদের কাছে স্বপ্নাতীত।ওদের জীবনে এই খুশি,এই আনন্দ এনে দিল এক বনেদি পরিবার।
শুক্রবার বারাসাতের এক চিকিৎসকের পুত্র-কন্যার ছিল জন্মদিন।আলোকজ্জ্বল ঝাঁ চকচকে বহুতলে সেই জন্মদিন পালিত হল অন্য আঙ্গিকে,বহু অখ্যাত অনামী শিশুদের মুখের ভিড়ে।এই উৎসবের প্রাণকেন্দ্র ছিল পথশিশু-অনাথ শিশুর দল।রকমারি খাদ্য সামগ্রীর আতিশয্যে নয়, আভিজাত্য সম্পন্ন অতিথিদের শুভাগমনে নয়, প্রথাগত মেকি নিয়মের বেড়াজালে নয়,একেবারে চলতি নিয়মের বাইরে।বারাসাত সমন্বয় পরিবারের প্রচেষ্টায় চিকিৎসক অরুণ গণের পুত্র-কন্যা রাতুল -শ্রেষ্ঠার জন্মদিন বেনিয়মকে সঙ্গী করে স্মরণীয় হয়ে থাকল একঝাঁক কচিকাঁচা অনাথ, পথশিশু, দুঃস্থ অসহায় শিশুদের বাঁধভাঙা অনাবিল আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে।শান্ত মোমের স্নিগ্ধ আলোয় কেকের সমভাগের মধ্যে দিয়ে গান,আবৃত্তি,নাচ ও ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের সঙ্গে হারিয়ে যাওয়া শৈশবকে খুঁজে নিলেন চিকিৎসক এবং তার পুত্র-কন্যা সহ গোটা পরিবার।অনুষ্ঠান শেষে অনাথ ও পথ শিশুদের মুখে তাই বাঁধভাঙ্গা হাসি।যে খুদেরা অন্য অনেকের কাছে শুধুই অনাথ পথশিশু, তারা খুঁজে পেল জীবনের এক নতুন ব্যঞ্জনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =