জীবিত শ্বশুরকে মৃত বানিয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তুলে নিল বৌমা, আদালতের দ্বারস্থ বৃদ্ধ।

জীবিত শ্বশুরকে মৃত বানিয়ে পঞ্চায়েতের দেওয়া শংসাপত্র দিয়ে কৃষকবন্ধু প্রকল্পের ২ লক্ষ ৪০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ বৌমার বিরুদ্ধে ।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হরশুরা পঞ্চায়েতের শান্তিরহাটি গ্রামে। ঘটনা জেনে চক্ষু চড়কগাছ সত্তরোর্দ্ধ আফসার সরকারের।নিজেকে জীবিত প্রমাণ করতে আদালতের দ্বারস্থ ওই ব্যক্তি।ঘটনায় অভিযুক্ত বৌমা বাবলী বিবি সহ মোট আট জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধ।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন আফসার সরকার।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পেশায় কৃষক আফসার। প্রায় আট বিঘা আবাদি জমি রয়েছে তাঁর নামে।কৃষিকাজ করেই তিনি তিন মেয়ের বিয়ে দিয়েছেন। এক বছর আগে তাঁর একমাত্র ছেলে গোলাপ সরকারের মৃত্যু হয়।তারপর থেকেই বৌমা বাবলী বিবি তাঁর সম্পত্তি হাতানোর চেষ্টা করছিল। অভিযোগ নিজের নাবালক সন্তানকে দেখিয়ে স্থানীয় হরসুরা পঞ্চায়েত প্রধান রবি কুজুরের কাছ থেকে শ্বশুরের মৃত্যুর শংসাপত্র তৈরী করে নেন ওই মহিলা।গত বছর জুন মাসের ২৮ তারিখে দেওয়া ওই শংসাপত্র দেখিয়ে একটি হলফনামা করে শ্বশুরের কৃষকবন্ধু প্রকল্পের ২ লক্ষ ৪০ হাজার টাকা তুলে নেন।এমনকি কয়েকদিন আগে বৃদ্ধের বাড়িতে বেড়াতে এসে একটি ব্যাগে রাখা ওই ফলকনামা দেখতে পান তাঁর এক মেয়ে।সাথে সাথে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধের স্ত্রী মরজিনা বিবি।শনিবার আদালতে হলফনামা দেখিয়ে নিজেকে জীবিত থাকার ঘটনা প্রমাণ করেন ওই বৃদ্ধ ।এদিন বিডিওর দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ। বৃদ্ধের স্ত্রী মরজিনা বিবি ও দুই আত্মীয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 2 =