জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচিতে পাশে দাঁড়ালেন সিনিয়র ডাক্তারেরাও। এদিন সকাল থেকে ২৪ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন প্রায় জনা দশেক সিনিয়র ডাক্তার। জুনিয়রদের আন্দোলনের প্রতি সংহতির বার্তা দিতেই এই প্রতীকী অনশন তাঁদের। জুনিয়র ডাক্তারদের দাবিগুলি যাতে সরকার পক্ষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে, সেই আর্জি জানিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের দাবিগুলি মানলে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নতি হবে বলে মনে করছেন তাঁরা।
আরজি করের নির্যাতিতার বিচার, হাসপাতালগুলির পরিকাঠামো এবং নিরাপত্তার ক্ষেত্রে ১০ দফা দাবিতে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের। আন্দোলনের পদ্ধতিতে বদল এসেছে। পূর্ণ কর্মবিরতির তুলে নিয়েছেন তাঁরা। শনিবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে আমরণ অনশন। আজ চিকিৎসকদের অনশনের তৃতীয় দিন।