জুয়ার ঠেকে হানা দিয়ে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ।
সোমবার সন্ধ্যায় সামসেরগঞ্জের বাসুদেবপুর ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি আমবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবারই ধৃতদের আদালতে পাঠাবে পুলিশ। জানা গিয়েছে, পুলিশের অগোচরে বিভিন্ন জায়গায় চলছিলো জুয়ার কারবার। তারপরেই কার্যত গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় বাসুদেবপুর ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি আমবাগানে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ১২ জুয়ারীকে। বাজেয়াপ্ত করা হয়েছে দুই লক্ষ ১৪ হাজার টাকা। উল্লেখ করা যেতে পারে, এর আগেও জুয়ার ঠেকে হানা দিয়ে বেশ কয়েকজন জুয়ারীকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। জুয়া রোধে পুলিশের তৎপরতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারণ মানুষ।
