জেলায় বেকারত্ব দূর করতে এবং কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্য কারিগরি শিক্ষা দপ্তর
আর্থিক কর্ম সংস্থানের লক্ষে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলায় জেলায় উৎকর্ষ বাংলা ট্রেনিং স্কিম ছড়িয়ে দেওয়া হচ্ছে, শুক্রবার দুর্গাপুরের ADDA ভবনে কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীর ও পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন, আপাতত পাঁচটি জেলায় জব ফেয়ার করে ত্রিশ হাজারেরও বেশি চাকরির ব্যবস্থা করা হবে, শিলিগুড়ি দুর্গাপুর বহরমপুর নিউ জলপাইগুড়ি কলকাতায় হবে এই জব ফেয়ার। আইটিআই ছাড়াও “”আমার কর্মদিশা'” নামে এপসের মাধ্যমে চাকরিপ্রার্থীরা রেজিস্ট্রেশন করে চাকরির জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। জেলায় জেলায় প্লেসমেন্ট সেল করা হয়েছে এই জন্য, উৎকর্ষ বাংলা ট্রেনিং আগে কারিগরি ভবনে হত, কিন্তু এখন সমস্ত জেলায় এই ট্রেনিংকে ছড়িয়ে দেওয়া হয়েছে অধিক কর্মসংস্থানের লক্ষ্যে, তিন মাসের ট্রেনিং দেয়া হবে কারিগরি দপ্তরের জেলা ইউনিট থেকে তারপরেই প্লেসমেন্ট। জানালেন মন্ত্রী হুমায়ুন কবীর।