জেলার বড় বড় শিল্পপতিদের নিয়ে কর্মশালা
জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে এবং মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সহযোগিতায় মালদা জেলার বড় বড় শিল্পপতিদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হলো পুরাতন মালদা ব্লকের নারায়ণপুরের একটি বেসরকারি হোটেলে। এই কর্মশালায় বিভিন্ন ধরনের অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয়ের উপর জেলার মোট ১১৫ জন শিল্পপতিদেরকে নিয়ে আলোচনা করা হয়।
এদিকে, ট্রেড লাইসেন্স এবং জমি সংক্রান্ত বিষয়ের উপর কিভাবে শিল্পপতিরা তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাবেন সে সংক্রান্ত বিষয়ে তাদেরকে অবগত করা হয়। এদিন তাদেরকে বিভিন্ন বিষয়ের উপর শিল্প কেন্দ্রিক হিসাবে বার্তা দেওয়া হয়। এছাড়াও উক্ত কর্মশালায় জানানো হয়েছে কোন শিল্পপতিরা যদি জমির উপর পার্ক পাঠ তরে ক্ষেত্রে অসুবিধা হয় সে দিক থেকেও পুরোপুরি ভাবে সরকারিভাবে সাহায্য করা হবে।
অন্যদিকে, জেলার শিল্পপতিদের জন্য আগের লোনের বরাদ্দ ছিল ২৫ লক্ষ টাকা, এখন তা বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করা হয়েছে। ফলে শিল্পপতিদের মধ্যে এক অনুপ্রেরণা যোগাবে।
পাশাপাশি, উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন মালদা জেলার শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র সাহা। তিনি জানিয়েছেন জেলাশাসকের নির্দেশেই এই বিশেষ ধরনের কর্মশালার আয়োজন। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সেক্রেটারি সুভাষ হালদার সহ অন্যান্য বড় বড় শিল্পপতিরা।