জেলায় বাড়ছে প্লাবন পরিস্থিতি,ধরা পড়ছে বিষধর সাপ।

জেলায় বাড়ছে প্লাবন পরিস্থিতি,ধরা পড়ছে বিষধর সাপ।

পশ্চিম মেদিনীপুরে ফের প্লাবন পরিস্থিতি৷জেলার প্লাবিত এলাকাগুলি থেকে একের পর এক বিষধর সাপ বেরিয়ে আসছে৷ ইতিমধ্যেই প্লাবত এলাকায় কয়েকজন সাপের কামড়ে ভর্তি হয়েছেন হাসপাতালে৷গত কয়েকদিনের টানা বর্ষনের কারণে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সবং, পিংলা , কেশপুর,নারায়নগড়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে৷ গত ১২ ঘন্টার মধ্যে মেদিনীপুরের সংলগ্ন এলাকাতে ধরা পড়ছে ৫ টি বিষধর সাপ৷প্লাবিত পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের৷গত ১২ ঘন্টার মধ্যে মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকা থেকে ৫ টি বিষধর সাপকে উদ্ধার করেছে সর্পবন্ধু৷মেদিনীপুর শহরের বাসিন্দা সর্পবন্ধু তথা সাপ উদ্ধারকারী স্বেচ্ছাসেবী দেবরাজ চক্রবর্তী জানান, গত ১২ ঘন্টার মধ্যে বিভিন্ন স্থান থেকে সাপ উদ্ধার করার অনুরোধ এসেছে৷তার মধ্যে ৫ টি স্থান থেকে ৫ টি বিষধর সাপকে উদ্ধার করা হয়েছে। চন্দ্রবোড়া, কেউটে, কালাচ, গোখরোর মতো সাপ উদ্ধার হয়েছে৷এই চারটি সাপই বিষধর ৷জল বাড়তেই এরা বিভিন্ন স্থান থেকে বের হতে শুরু করেছে৷পশাপাশি তিনি এই সময়ে সাধারণ মানুষকে মশারি খাটিয়ে ঘুমানোর জন্য ,সাপ কামড়ালে হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করেছেন৷একইসঙ্গে সাপ বের হলে সাপকে না মেরে খবর দিতে অনুরোধ করেছেন উদ্ধার কারীরা ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =