জেলা প্রশাসনিক ভবনে বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা নিয়ে বৈঠক

শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে শিশু পাচার বাল্যবিবাহ সহ শিশু সুরক্ষা নিয়ে হয়ে গেল এক উচ্চপর্যায় বৈঠক।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় শিশু সুরক্ষা কমিটির সেক্রেটারি রূপালী ব্যানার্জি সিং, উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন মৃদুল হালদার, সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন থানার পুলিশ আধিকারিক সহ চাইল্ড লাইনের আধিকারিকেরা।
পাশাপাশি, বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক নীতিন সিংহানিয়া জানান, যে আজ জাতীয় শিশু সুরক্ষা কমিটির সেক্রেটারি উপস্থিতিতে এই বৈঠক হয়। মালদা জেলায় কিভাবে বাল্যবিবাহ নারী পাচার সহ শিশুদেরকে কিভাবে আরো সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়। জাতীয় শিশু সুরক্ষার কমিটির সেক্রেটারি এই বিষয়ে আরো কিছু নির্দেশ দেন সেই নির্দেশের পাশাপাশি কিছু নতুন শিশু সুরক্ষা বাল্যবিবাহ নিয়ে প্রস্তাব জানান।
এই বিষয়ে শিশু সুরক্ষা নিয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিটির সেক্রেটারিকে ধরা হলে সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি কিছু বলতে চাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =