আবাস যোজনায় প্রকল্পের সঠিক উপভোক্তাদের চিহ্নিত করতে রাজ্যের নির্দেশ পেয়ে বিশেষ সার্ভে শুরু করেছে বাঁকুড়া জেলা প্রসাশনের বিশেষ টিম। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে পূর্ব সার্ভে অনুযায়ী আবাস যোজনার তালিকায় রয়েছে আড়াই লক্ষ উপভোক্তার নামের তালিকা। সেই তালিকা ধরে শুরু হয়েছে সঠিক উপভোক্তার তালিকা তৈরির কাজ। রাজ্যের নির্দেশ মতো প্রায় ১৫ টি বিষয় খতিয়ে দেখে সঠিক উপভোক্তার তালিকা তৈরি করার বিশেষ সার্ভে শুরু করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিকরা খতিয়ে দেখবে বিশেষ সার্ভের কাজ। আগামী ২০ দিনের মধ্যে এই কাজ শেষ হবে বলেই জানিয়েছেন বাঁকুড়া জেলাশাসক কে রাধিকা আইয়ার। মঙ্গলবার সকালে বাঁকুড়ার জয়পুর ব্লকের সলদা গ্রামে আবাস যোজনার বিশেষ সার্ভের কর্মসূচীতে যোগ দেন জেলাশাসক কে রাধিকা আইয়ার। ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক, জয়পুরের বিডিও সহ অনান্য আধিকারিকরা। এদিন জেলাশাসক ওই এলাকায় আবাস যোজনায় তালিকায় থাকা বেশ কয়েকজন উপভোক্তার বাড়ি সার্ভে করেন । রাজ্যের নির্দেশ মোতাবেক উপভোক্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তিনি। এদিন জেলাশাসক জানান, জেলা জুড়ে বিশেষ সার্ভে শুরু হয়েছে। আবাস যোজনার প্রকল্পের সঠিক উপভোক্তাদের সুবিধা দিতে রাজ্যের পাঠানো বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য নির্দিষ্ট তথ্যগুলি বিচার করা হবে যোগ্য উপভোক্তা চিহ্নিত করা হবে। আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য না হলে সেই উপভোক্তার নাম বাদ দেওয়া হবে বলেও জানান জেলাশাসক। জেলা প্রশাসনের উদ্যোগে খুশি উপভোক্তাদের একাংশ। তাদের বক্তব্য, এর ফলে যারা প্রকৃত যোগ্য তারা আবাস যোজনার বাড়ি পাবেন। যারা যোগ্য নয় তারা বাদ পড়বেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =