জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের সই ও মেল জাল করে টাকা আত্মসাতের চেষ্টা।
এবার একেবারে সরকারি আধিকারিকের সই জাল ও ভুয়ো মেল আইডি তৈরী করে টাকা আত্মসাতের চেষ্টা। বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাদুরিয়া এলাকার বাসিন্দা আরিজুল শেখ। সে উত্তর ২৪ পরগণা জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্ল্যানিং অফিসারের সই জাল ও ঐ আধিকারিকের নামে একটি ভুয়া মেল তৈরি করে। তারপরে সেই মেল থেকে বসিরহাট লোকসভার চৈতা ও চাতরা গ্রাম পঞ্চায়েতের মেল আইডিতে একটি মেল পাঠায়। সেখানে ওই ব্যক্তি উল্লেখ করে বসিরহাটের সাংসদ ও বিধায়কদের ফান্ডের থেকে ওই পঞ্চায়েত গুলিতে কয়েক লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। পঞ্চায়েত গুলি সেই মেল পাওয়া মাত্রই তৎপর হয় কারণ অবিলম্বে সেই টাকা গুলি যাতে পঞ্চায়েতের অ্যাকাউন্টে ঢোকে এবং তারা যাতে উন্নয়ন মূলক কাজ করতে পারে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায় জেলা প্ল্যানিং অফিসারের ই মেলটি সম্পূর্ণ ভুয়ো। পাশাপাশি যে সমস্ত চিঠিগুলি উপরোক্ত পঞ্চায়েতে গিয়েছিল সেই চিঠিগুলোও জাল করা হয়েছে। তখন তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। ঐ আধিকারিক ঘটনাটি জানতে পেরে সে তার দপ্তরকে জানায়। দপ্তরের থেকে ঘটনার অভিযোগ দায়ের করা হয় বাদুড়িয়া থানায়। অভিযোগের ভিত্তিতে বুধবার ভোররাতে আরিজুল শেখকে গ্রেপ্তার করে বাদুড়িয়া থানার পুলিশ। এবং তার মোবাইল চেক করে ওই ভুয়ো মেলের কথা জানতে পারে পুলিশ আধিকারিকরা। তারপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদের সময় সে ভুয়ো সই ও মেলের কথা স্বীকার করে নেয়। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। সরাসরি সরকারি আধিকারিকের মেল ও সই জাল করার পাশাপাশি একেবারে সাংসদ ও বিধায়কদের ল্যাডের টাকা এভাবে আত্মসাৎ চেষ্টার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমা তথা উত্তর ২৪ পরগণা জেলায়। ধৃত আরিজুল শেখকে বুধবার বসিরহাট মহাকুমার তোলা হবে।
