জ্বর বিভিন্ন উপসর্গ নিয়ে ২২ জন শিশু হাসপাতালে ভর্তি

জ্বর বিভিন্ন উপসর্গ নিয়ে ২২ জন শিশু হাসপাতালে ভর্তি
গত ২৪ঘণ্টায় ২২জন শিশুকে জ্বর ও বিভিন্ন উপর্সগ থাকায় জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে পরিবার। এদিকে নতুন করে চিকিৎসাধীন থাকা শিশুদের মধ্যে তিন মাসের এক শিশু ও তার মা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভয় ও আতঙ্কের বিষয় নেই। শিশুরা যেমন জ্বর নিয়ে ভর্তি হচ্ছে তেমনি বেশিরভাগ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরছে। প্রতিদিন শিশুদের জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে জলপাইগুড়ি জেলা জুড়ে।
এই মুহূর্তে সদর হাসপাতালের ৯৫জন শিশু চিকিৎসাধীন। এই নিয়ে শিশুদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ বলেন,” ৯৫জন শিশু চিকিৎসাধীন। তিন মাসের এক শিশু ও শিশুর মা করোনায় আক্রান্ত হয়েছে তাদের আলাদা রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে। এই সময় শিশুদের ভাইরাল জ্বর হয়। আতঙ্ক ও ভয়ের বিষয় নেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =