জ্যোতি বসুর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত শুভেচ্ছা বার্তা দেবাংশু ভট্টাচার্যের।
আর জ্যোতি বসুর জন্মদিন জ্যোতি বসুকে শুভেচ্ছা জানাতে ফেসবুকে পোস্ট করলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তবে তার শুভেচ্ছা বার্তায় ছিল অন্যরকম ইঙ্গিত। দেবাংশুর পোস্টে লেখা ‘লাল সালাম’ স্লোগান।প্রয়াত বামনেতাকে স্মরণ করে ছেলেবেলার স্মৃতি উসকে ফেসবুক পোস্ট তৃণমূল যুবনেতার। তবে তাঁর এই স্মৃতিচারণায় ছিল কটাক্ষের ইঙ্গিত। ইতিমধ্যেই দেবাংশুর এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর তর্ক-বিতর্ক।
জ্যোতি বসুর নেতৃত্বাধীন সরকার চলাকালীন সময় পশ্চিমবঙ্গে অধিকাংশ সময়ই লোডশেডিং হত। সেই বিষয়টিকেই প্রমাণ হলফ করে বলতে চেয়েছেন দেবাংশু ভট্টাচার্য। আর তাই ফেসবুক পোস্টে জ্যোতি বসুর জন্মদিনের শুভেচ্ছাবার্তার আড়ালে ছিল কটাক্ষ। তিনি এদিন ফেসবুক পোস্টে লেখেন, “জ্যোতি বসুর জন্মদিনে লন্ঠন, মশাল ও মোমবাতি দিয়ে স্মরণ করছি!শৈশবের স্মৃতি। শুভ জন্মদিন স্যার। লাল সালাম…।” এর সঙ্গেই দেবাংশু নিজের একটি ছবিও পোস্ট করেন। যেখানে অন্ধকার ঘরে মোমবাতি, টর্চ আর লন্ঠন হাতে বসে রয়েছেন তৃণমূলের যুব নেতা।
২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা মিটে গিয়েছে, এমনটাই কি প্রমাণ করতে চেয়েছেন দেবাংশু ভট্টাচার্য।আর পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা।