জয়পুরে জুয়া খেলা কে কেন্দ্র করে তৃনমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। জখম দু পক্ষের ৬। গোষ্ঠীদ্বন্দ নয় দাবি তৃনমূলের।
বাঁকুড়ার জয়পুর ব্লকের যাদবনগরে জুয়া খেলা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত ৫ জন। এর মধ্যে গুরুতর জখম হয়েছেন ২ জন খবর পুলিশ সুত্রে। এই ঘটনায় সামনে এলো তৃনমূলের দুই গোষ্ঠীর নাম। স্থানীয় সুত্রে জানা গেছে জয়পুরের যাদবনগরের জঙ্গলে জুয়া খেলা কে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত। অভিযোগ
স্থানীয় তৃনমূল নেতা সুকুর শেখের ভাই কবিরালি শেখ এর উপর তৃনমূলের অপর গোষ্ঠী খিলাফত খা এর লোকজন আক্রমন চালায়। এর পরেই সংঘর্ষের চেহারা নেয়। ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। জানা গেছে ঘটনায় দু পক্ষের মধ্যে কমবেশী জখম ৪ থেকে ৫ জন। এর মধ্যে গুরুতর জখম হয়েছেন ২ জন। গোষ্ঠী দ্বন্দ্বের কথা অস্বীকার করেছে তৃনমূল। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেয়। যারা এই ঘটনায় যুক্ত তারা যেন যেন শাস্তি পায় দাবি তৃনমূলের।