জানা গিয়েছে, পহেলগাঁওয়ে একটি নদীতে পড়ে যান তিনি। গভীর রাতে ছবি তোলার সময় এই দুর্ঘটনা ঘটে। ওই পর্যটককে দ্রুত উদ্ধার করে পহেলগাঁওয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিবারকে মৃত্যুর কথা জানানো হয়। তবে এর পিছনে অন্য রহস্য রয়েছে কি না তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, ওই পর্যটক হুগলির বাসিন্দা দেবব্রত ঘোষ। তিনি পেশায় বীজ ব্যবসায়ী। শিবাইচণ্ডী স্টেশনের কাছেই তার শস্য বীজ বিক্রির দোকান রয়েছে। এই বীজ কোম্পানির তরফ থেকেই তিনি কাশ্মীর ভ্রমণের সুযোগ পেয়েছিলেন। তার সঙ্গে ছিলেন অন্যান্য বন্ধুরা।

সেইমতো কয়েকদিন আগে তিনি বন্ধুদের সঙ্গে কাশ্মীরে রওনা দিয়েছিলেন। পহেলগাঁও এ পৌঁছে মনোরম দৃশ্য ক্যামেরা বন্দি করছিলেন তিনি। সেখানে একটি ঝর্ণা দেখে তার ছবি তুলতে গিয়েছিলেন তিনি। তখন তিনি পা পিছলে গভীর খাদে পড়ে যান। এরফলে মাথায় পাথরের সঙ্গে গুরুতর চোট লাগে। তখন রক্তাক্ত অবস্থায় তার সঙ্গীরা তাঁকে উদ্ধার করে পহেলগাঁওয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 12 =