ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক সহ ২ জনকে হাওড়া আদালতে পেশ।
হাওড়া আদালতে তোলা হলো পাঁচলায় ধৃত ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে।তাদের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার করে পাঁচলা থানার পুলিশ। এই তিনজন বিধায়কের সঙ্গে গ্রেফতার করা হয় একজন এসিস্টেন্ট এবং গাড়ির চালককে।এরপর এই ৫ জনকে ১০ দিনের পুলিশ হেফাজতের শেষে ফের আদালতে পেশ করলো সিআইডি।পুনরায় নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করলো CID মহামান্য আদালতের কাছে। হাওড়া আদালত পুনরায় চার দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।৫ জনের ৪ জনকে সিআইডি হেফাজত এবং একজনকে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।গাড়ির চালক বাকি চার জনকে সিআইডি ভবানীভবনে নিয়ে যান হাওড়া আদালত থেকে।
