টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার ১১
এক মোবাইল টাওয়ার কোম্পানি টাওয়ার বাসানোর নাম করে কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার ১১জন । ধৃতেদের মধ্যে ৯ পুরুষ ও ২ জন মহিলা হয়েছেন। কলকাতা ফুলবাগান থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে সি আই ডি। শনিবার তাদের বোলপুরে আদালতে পেশ করা হয়। সূত্রে খবর বীরভূম জেলার বেশ কিছু মানুষ প্রতারিত হয়েছেন। টাওয়ার বসানোর জন্য ফোন আসে এবং প্রয়োজনীয় কাগজ ভোটার কার্ড, আধার কার্ড, সহ অন্যান্য কাগজ দেবার পরই তাদের টাকা ব্যাংক থেকে টাকা প্রতারণাহয়।বেশকিছু দিন ধরেই প্রতারণার কাজ চালাচ্ছিল এই চক্রটি। বোলপুর থানায় ১৮/৯/২১ লিখিত অভিযোগ করেন বোলপুর থানার অন্তর্গত মুলুক গ্রামের বাসিন্দা আমির হামজা। ওনার ৪৩ লক্ষের বেশি টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ । ধৃতদের মোবাইল টাওয়ার ছাড়াও আরও অন্যান্য প্রতারণায় জড়িত কিনা খতিয়ে দেখছে সি আই ডি।