টাকি রোডে নজরে সিসিটিভি, নাকা চেকিংয়ে গাঁজা ফেনসিডিল আটক।

টাকি রোডে নজরে সিসিটিভি, নাকা চেকিংয়ে গাঁজা ফেনসিডিল আটক।

বাংলাদেশে পাচারের আগেই, বসিরহাট ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে, বসিরহাট টাকি রোড হরিশপুর মঙ্গলবার রাতে নাকা চেকিংয়ের সময় খোলাপোতার দিক থেকে এক ব্যক্তি বাইকে করে আসছিল বসিরহাটের দিকে।সেই সময় বসিরহাটের ট্রাফিক গার্ডের ওসি সুশান্ত দাস এর নেতৃত্বে ওই মোটরবাইকে আটকাতেই,বাইক ফেলে রেখে পালিয়ে যায় বাইক চালক।এরপর ওই বাইকের সিটের তলা থেকে উদ্ধার হয়, ৭৭টি ফেনসিডিলের বোতল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। বাজার মূল্য লক্ষাধিক টাকা পাশাপাশি বাইকটি আটক করে। কোথা থেকে এই নিষিদ্ধ ফেনসিডিল ও গাঁজার নিয়ে আসছিল কোথায় যাচ্ছিল ইতিমধ্যে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বসিরহাট হয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =