টাকি রোড সংস্কারের দাবিতে বেঞ্চ বাশ আটকে টাকি রোডের তিন জায়গায় অবরোধ

বসিরহাট মহকুমা বসিরহাট ত্রিমোহনী থেকে হাসনাবাদ পর্যন্ত ১৬, কিলোমিটার রাস্তা বেহাল, ভগ্নদশা, একাধিকবার দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় বাসিন্দারা। চারদিন পর ফের টাকি রোডের দন্ডির হাট ,আমতলা, পশ্চিম দন্ডির হাট, এই তিনটি জাগা আজ সকাল থেকে অবরোধ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্য সড়ক ২, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যা সুন্দরবন কলকাতার যোগাযোগের একমাত্র মাধ্যম আর সেই রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল ভগ্নদশায় পরিণত হয়েছে,একাধিকবার দুর্ঘটনা মধ্যে পড়তে হচ্ছে সাধারন মানুষকে। এছাড়া ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে প্রচুর পণ্যবাহী ট্রাক এই রাস্তার আমদানি রপ্তানি উপর নির্ভরশীল।একদিকে সুন্দর বনের প্রান্তিক মানুষ, অন্যদিকে সাধারণ নিত্যযাত্রী ও ছাত্র-ছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে এসে বসিরহাট মূল শহরের প্রাণকেন্দ্রে, আদালত, বসিরহাট হাসপাতাল, জেলখানা, পোস্ট অফিস, মহাকুমার শাসকের দপ্তর, পুলিশ সুপারের দপ্তর অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরে আসতে হয়। যার কারণে এই রাস্তাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গত চারদিন আগে এই রাস্তা বেহাল সংস্কারের দাবি করা হয়েছিল। আজকের রাস্তা অবরোধের ফলে পরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + five =